গন্ধরাজের পাপড়ি দোলে আধা
নীলের ঝিলে উড়াল পাখি সাদা।
এই পাখিটা দিচ্ছে খবর সাঁঝে
ঈদ আসছে রোদন ভরা লাজে।

পায়েসফোলা তশতরি নাই ঘরে
কোরমা-পোলাও উধাও বিরাণ চরে।
বকুল বনে ঝিমায় ফুলের ডানা
ঈদের থালায় মৌমাছি দেয় হানা।

পিঠাপুলির আমোদ বুঝি শেষ
বইছে শুধু স্নেহের শীতল রেশ।
ঈদ আসে না সুবাস মাখা আর
চাঁদের চোখে ঝুলছে ব্যথার ভার।

জুলুমবাজের রক্ত চোখের কণা
মেঘের তলায় তুলছে বিষের ফণা
কেমনে করি ঈদের হুলুস্থুল
নি’জোসনায় কালচে চাঁদের দুল।

Share.

মন্তব্য করুন