গায়-গড়নে দেখছো তুমি
কতক মানুষ জগৎময়
গড়নে নয়; জ্ঞানে, গুণে,
কর্মে আসল মানুষ হয়।
হও তুমি এক ভিন্ন মানুষ
হৃদয় গড়ো বিশাল খুব
ভেতর থেকেই শুদ্ধি আনো
তাড়াও মনের হিংসা লোভ।
আখলাকে হও হৃদয়গ্রাহী
আমলটা হোক জ্যোতির্ময়
চিত্ত সাজাও শুদ্ধ সজীব
বর্ণিলতার নূর-আলোয়।
মনন খাটাও আপন ভালোয়
আর অপরের কল্যাণে
তোমার ভালোবাসার পরশ
যাক ছড়িয়ে সব প্রাণে।
অনাহারীর জঠরজ্বালার
তীব্র ব্যথায় তোমার মন
আপন ভোজের মধুর ক্ষণেও
ডুকরে তুলুক গুঞ্জরণ।
বাপ-মা বিহীন অনাথ শিশুর
হও তুমি বাপ-মায়ের তুল
প্রতিবেশীর পাতে বাড়াও
নিজের পাতের একটু ঝোল।
হৃদয় রাখো উদার অসীম
পায় যেন ঠাঁই সর্বজন
সত্য-সঠিক-শুদ্ধ পথে
কদম চালাও মরণপণ।
শুদ্ধ জ্ঞানে কর্ম ধ্যানে
হও তুমি এক ভিন্ন লোক
সহস্র যুগ ধরেও যেনো
তোমায় স্মরে এই ভূলোক।