‘আজ নয় কাল করি
এই কথা যেই বতোর করা হয় না তা
দিনগুলো যায় চলে।
কুঁড়েদের বাণী এটপিছে তারা রয় কর্মঠ মানুষেরা
দিন রাত কাজ করে।
সময়ের এক ফোঁঅসময়ে ফোঁড় দশ
হেলা করে আসে না যে খ্যাতি যশ।
সময়ের কাজগুলো সময়েতে চাই করা
তা না হলে জীবনের বাঁকে বাঁকে খাই ধরা।

Share.

মন্তব্য করুন