মে ২০২৩ সংখ্যার শব্দজব্দ

পাশাপাশি: ১.একটি ফলের নাম; ২. যে গাছের সমস্ত অংশই বিষাক্ত অযত্নে এই গাছ বেড়ে ওঠে; ৩. শুকনো তৃণ, বিচালি; ৪. গলায় পরিধেয় বেষ্টনীবিশেষ; ৫. একটি আরবি হরফ ৮. দৈর্ঘ্য মাপার একটি ইংরেজি একক; ৯. একত্রিত হওয়া, বৈঠক ১০. শক্ত আবরণযুক্ত ভোজ্য ফলবীজ বিশেষ ১১. বৃহদাকার স্থন্যপায়ী চতুষ্পদ জন্তুবিশেষ ১২. ময়দার তৈরি মিঠাইবিশেষ
উপর নিচ: ১. ফুলের নির্যাস হতে সংগ্রহ করা হয়; ৩. অনেক দিন ধরে একটানা অনাবৃষ্টি; ৪. একটি বিরামচিহ্ন; ৫.মৌসুমি ফল; ৬. একটি দেশের রাজধানির নাম; ৭. একটি দেশের নাম; ৮. ভোজ্য শস্যবিশেষ ৯. মাটির ছোটো পাত্র ১১. ভিতরে সলতে-ভরা মোম ইত্যাদির ছোটো দ-বিশেষ; ১২. হাতলযুক্ত ছোট পাত্রবিশেষ

ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যার শব্দজব্দ সমাধান


ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যার সঠিক উত্তরদাতা
চট্টগ্রাম: সাবিহা ফারজানা, সাতকানিয়া; মোহাম্মদ আইন উদ্দীন, হাটহাজারী; আব্দুল্লাহ মো. ফাহিম, চকবাজার; দাউদ ইবনে আজাদ, সাতকানিয়া; মো. আব্দুল হাই ওহি, সাতকানিয়া; এম নুরুল কাদের, বাঁশখালী; সাইয়্যেদা আকমাম, খুলশী; মো. আইন উদ্দীন, হাটহাজারী; মুহাম্মদ আবদুল কাইয়ুম, হাটহাজারী; মশিউর রহমান আরাফ, চকবাজার; মু নুরুল কাদের, বাঁশখালী; তানভীর হোসেন, চাঁদগাও; নাফিসা আনজুম, রাউজান; মেহেদী আহসান, হালি শহর; যুনাইরা মুনতাহা, হালিশহর; মাহির তাজওয়ার অর্ণব, ইপিজেড
চাপাইনবাবগঞ্জ: আবু রাইহান, শিবগঞ্জ; মো. ফরহাদুজ্জামান মিশা, সদর; খাদিজা তাসনিম, সদর; আবু সায়েম, সদর; উম্মে হানি, সদর; মো. হাসিবুজ্জামান, সদর; মোসা. তানিয়া খাতুন, সদর; আরাফাত সানি, সদর; রেদওয়ান মাহমুদ, সদর;
পাবনা: আফরিদা আনোয়ার তমা, আতাইকুলা; মো. রাকিবুল ইসলাম, আতাইকুলা; হুসাইন, আতাইকুলা; মো. মাসুম রহমান, চাটমোহর; মো. রাকিবুল ইসলাম রাফি, বেড়া, পাবনা;
ঢাকা: সিফাত ইবনে লতিফ, আদাবর; মোহাম্মদ আদনান আহমেদ, কলাবাগান; শাফাকুর রফিক, খিলগাঁও; নাজিয়া তামান্না নুবা, নবাবগঞ্জ; ওয়াজিহা বিনতে সাইফুল্লাহ, শেরেবাংলা নগর; নাবিতা জান্নাত নুহা, নবাবগঞ্জ,; নাবিলা তাসনিম, ডেমরা; তাসনিয়া আক্তার স্নেহা, মতিঝিল; মালিক সারাফি, আদাবর;
ময়মনসিংহ: তাহমিনা আক্তার মীম, পাগলা; মোস্তাকিম ইসলাম ফারদিন, পাগলা; মৌরিন জাহান, পাগলা;
নোয়াখালী: আব্দুল বাছেত মারুফ, বেগমগঞ্জ; মাহরিব বিন মহসিন, সোনাইমুড়ি; আদনান ফাইদ, সোনাইমুড়ী; আজহারুল ইসলাম সাইফ, সদর; সিফাতুল্লাহ মাহমুদ, সুধারাম; আরাফাত হোসেন, সদর; মো. হাছিব উদ্দীন, হাতিয়া; সাজ্জাদুল ইসলাম, হাতিয়া; মাহরিব বিন মহসিন, সোনাইমুড়ী; আব্দুল বাসেত মারুফ, বেগমগঞ্জ; আজহারুল ইসলাম সাইফ, সদর; মাহরিব বিন মহসিন, সোনাইমুড়ী;
যশোর: মো. জান্নাতুল ফেরদাউস, অভয়নগর; এম এম ফয়সাল আহমেদ, অভয়নগর; মো.তৌফিক হাসান, ঝিকরগাছা; মো. নাজমুস সাকিব, শার্শা;
অন্যান্য জেলা সমূহ: জুনায়েদ আহমেদ, সদর, সিরাজগঞ্জ; পান্না আহম্মেদ, কুমারখালি, কুষ্টিয়া; জারিফ হোসেন, জয়দেবপুর, গাজীপুর; জুবাইদা জান্নাত, ইসলামপুর, জামালপুর; মো. জুবাইর, সিংড়া, নাটোর; মো. রিয়াদ হোসেন, মনোহরদী, নরসিংদী; মিনহাজ উদ্দিন আহমেদ, দৌলতপুর, খুলনা; আমির হামজা, কচুয়া, চাঁদপুর; তাসনিম আক্তার, বিরামপুর, দিনাজপুর; আবিদা তাহেরা, শ্যামনগর, সাতক্ষীরা; মো. ইয়াজুল ইসলাম, মহেশপুর, ঝিনাইদহ; রাদিম মুহাম্মদ রাহাত, সদর, সিরাজগঞ্জ; সাজ্জাদ বিন হাবিব, শাহরাস্তি, চাঁদপুর; সৈয়দ তাসনিম হাসান, সদর, মেহেরপুর; নাবিবুল হাসান, সোনাতলা, বগুড়া; রিয়া মনি, জয়দেবপুর, গাজীপুর; মাহমুদুল হাসান, ফুলগাজী, ফেনী;
ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যার পুরস্কারের জন্য
মনোনিত যারা
১. জুবাইদা জান্নাত, ইসলামপুর, জামালপুর
২. মো. আব্দুল হাই ওহি, সাতকানিয়া, চট্টগ্রাম
৩. মিনহাজ উদ্দিন আহমেদ, দৌলতপুর, খুলনা
৪. সিফাত ইবনে লতিফ, আদাবর, ঢাকা
৫. জুনায়েদ আহমেদ জারির, সয়াদানগড়া, সিরাজগঞ্জ

Share.

মন্তব্য করুন