বন্ধুর,
সালাম ও শুভেচ্ছা জানাই।
আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদে খুব মজা করে বেড়িয়েছো। নানা বাড়ি, মামা বাড়ি খালা বাড়ি আরও আরও কত বাড়ি বেড়িয়েছো। সেই সাথে মজার মজার খাওয়া দাওয়া তো ছিলোই।
গ্রীষ্মের ছুটি আর রোজার ছুটি একসাথে হয়ে গেলো। এবার স্কুল আর লেখাপড়ায় মন দিতে হবে খুব। এখানে আলসেমি করলে চলবে না মোটেই।
মে মাসে জন্মগ্রহণ করেছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের জাতীয় কবি। আমাদের স্বাধীনতা ও সাহসের কবি। তাঁর জীবনী পাঠ করতে হবে তোমাদের।
মে মাসকে বলা হয় মধু মাস। এ মাসে কতরকম ফলফলাদি থাকে। আম জাম জামরুল লিচু কাঁঠালসহ কত কত ফলের সমাহার। মজা করে খাওয়া যায়। সকলেই খায়। তবে যারা গরিব দুঃখী মানুষ তারা সবসময় ফল কিনে খেতে পারে না। তোমরা সে সকল বন্ধুদের দিকে দৃষ্টি দিও যারা গরীব অসহায়। তাদেরকে সাহায্য করো মন দিয়ে। তবেই সুখী হবে তোমরা। সুখী হবে তারাও।

Share.

মন্তব্য করুন