উড়োজাহাজ উড়োজাহাজ উড়ে উড়ে উড়ে
যাচ্ছো কোথায় পাখা মেলে
কোন সে অচিনপুরে?

নানার বাড়ি চাটগাঁ শহর, দাদার বাড়ি ফেনী
তোমার সাথে যাবো বেঁধে
সবুজ সুখের বেনী।

আমায় নিয়ো সঙ্গে তুমি, যাবো তোমার সাথে,
চাঁদের বুড়ির বাড়ি নেবে
জোছনা ঝরা রাতে?

ছায়াপথে তারার নদী ওই যে রজত রেখা,
নভোচারী মেঘের সাথে
হয় কি তোমার দেখা?

তোমার সঙ্গে ঘুরে ঘুরে হবো সবার মিতে
আকাশ পাহাড় সাগর দেখে
নামবো পৃথিবীতে!

যত দূরেই যাই না কেন আসবো আবার ফিরে
ভালোবেসে বাংলা মায়ের
শ্যামল আঁচলটিরে।

Share.

মন্তব্য করুন