বোশেখ দিলো ডাক,
দরজা খুলে রাখ,
পুরানো সব গান কবিতা
খাতায় পড়ে থাক।

বোশেখ যখন এলো,
আমের বাগে চলো,
হাওয়ায় হাওয়ায় ঝরবে যে আম
ভরবো ঝুড়ি গুলো।

কৃষক জমি ক্ষেতে,
আছে কাজে মেতে,
রৌদ্রে পুড়ে চাষে জমি
সোনার ফসল পেতে।

গরম লাগা দুপুর,
চোখেতে ঘুম খুকুর,
ঘু ঘু ঘু ডাক শোনা যায়
গাছের ডালে ঘুঘুর।

পথিক বটের ছায়ে,
ঝিমায় দখিন বায়ে,
নদীর ঘাটে ঝিমায় মাঝি
নায়ের মাঝে ছইয়ে।

শেষ বিকেলের ঝড়,
ভাঙতে পারে ঘর,
বোশেখ ফিরে এলো আবার
মনে বড়ো ডর।

Share.

মন্তব্য করুন