কার্টুন দেখে ‘কাগুন্’ বলে
কুকুর দেখে ‘ঘু’,
খেলনা কিংবা সত্যি গাড়ি
সব কিছু তার ‘ভু’।

দুধকে বলে ‘দিদি’ খোকন,
মাছকে বলে ‘মাম্’,
আঙুল দিয়ে দেখায় পানি
নাম দিয়ে তার ‘আম্’।

খাবার দেখে ‘খাও’ বলে সে,
মুড়ি দেখে ‘মুই’।
পোকা মাছি মশা দেখে
বলে ছোটন- ‘বুই’।

খোকার আজব মধুর ভাষার
নেই ব্যাকরণ, তবে
শব্দ শোনেই মানেটা যে
বুঝে নিতে হবে।

Share.

মন্তব্য করুন