মহান মে বা বিশ্ব শ্রমিক দিবস : ১ মে

ফারাক্কা লংমার্চ দিবস বা ফারাক্কা দিবস : ১৬ মে
ফারাক্কা বাঁধের কারণে বাধাপ্রাপ্ত জলপ্রবাহের নিমিত্তে বাংলার মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে লাখো মানুষ ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে মিছিলে অংশ নিয়েছিল। সেই দাবিকে বারে বারে উত্থাপনের লক্ষ্যেই প্রতি বছর দিবসটি পালিত হয়।

বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী : ২৫ মে
নিরাপদ মাতৃত্ব দিবস : ২৮ মে

জাতীয় নৌ-নিরাপত্তা দিবস : ২৩ মে
২০০৪ সালের ২৩ মে বাংলাদেশের চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ডুবে যায় ফিটনেসবিহীন লঞ্চ এমভি লাইটিং সান। মাদারীপুর থেকে ছেড়ে আসা লঞ্চটিতে চার শতাধিক যাত্রী ছিলেন। যার অধিকাংশের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার চার দিন পর উদ্ধার করা শেষ লাশটি ছিল সুমন শামসের মায়ের। এই ঘটনার পর থেকেই শুরু হয় নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তার দাবি। এ দাবিতে শুরু হয় নদ-নদী দখল-দূষণ রোধে সামাজিক সংগঠন নোঙরের কার্যক্রম। নোঙর গত ১২ বছরেরও বেশি সময় ধরে বহুবিধ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। নৌ নিরাপত্তা বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে সমাজের সকল শ্রেণির অংশগ্রহণে চলছে নানান কর্মকাণ্ড। ২৩ মে ২০১৬ বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে নৌ-নিরাপত্তাবিষয়ক একটি ভাসমান সেমিনারে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবি তোলেন নোঙর সভাপতি সুমন শামস। তাৎক্ষণিকভাবে বিষয়টি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে জানানো হলে তিনি এবং উপস্থিত সবাই এই বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।
মে মাসে জন্ম ও মৃত্যু দিবস

জন্ম

সত্যজিৎ রায়, ২ মে ১৯২১
জাহানারা ইমাম, ৩ মে ১৯২৯
আলাউদ্দিন আল আজাদ, ৬ মে ১৯৩২
রবীন্দ্রনাথ ঠাঁকুর, ৭ মে ১৮৬১
রবার্ট ব্রাউনিং (খ্যাতিমান ইংরেজ কবি), ৭ মে ১৮১২
ওমর খৈরাম, ১৮ মে ১০৪৮
অক্ষয়কুমার দত্ত, ১৮ মে ১৮৮৬
মানিক বন্দ্যোপাধ্যায়, ১৯ মে ১৯০৮
বিহারীলাল চক্রবর্তী, ২১ মে ১৮৩৫
কাজী নজরুল ইসলাম, ২৫ মে ১৮৯৯
পান্না কায়সার, ২৫ মে ১৯৫০

মৃত্যু

আবুল ফজল, ৪ মে ১৯৮৩
আশুতোষ মুখোপাধ্যায়, ৪ মে ১৯৮৯
সুকান্ত ভট্টাচার্য, ১৩ মে ১৯৪৭
শওকত ওসমান, ১৪ মে ১৯৯৮
কাজী আব্দুল ওদুদ, ১৯ মে ১৯৭০
বিহারীলাল চক্রবর্তী, ২৪ মে ১৮৯৪

দিবস

১ মে- বিশ্ব হাসি দিবস
৮ মে- শিক্ষক দিবস
২ মে- মা দিবস
১৭ মে- বিশ্ব তথ্য সমাজ দিবস
১৮ মে- আন্তর্জাতিক জাদুঘর দিবস
২০ মে- বিশ্ব মাত্রাবিজ্ঞান দিবস
২১ মে- আন্তর্জাতিক চা দিবস
২৫ মে- তোয়ালে দিবস
২৯ মে- জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
৩১ মে- বিশ্ব তামাকমুক্ত দিবস।

Share.

মন্তব্য করুন