লোকটার ঘর নেই
বাড়ি নেই
লোকটার গোঁফ আছে
দাড়ি নেই।

লোকটার মাতা নেই
পিতা নেই
লোকটার সহপাঠী
মিতা নেই।

লোকটার মেয়ে নেই
ছেলে নেই
লোকটার কেউ কোনো
জেলে নেই।

সেই লোক হাসে না বা
কাঁদে না
উলোঝুলো চুলগুলো
বাঁধে না।

লোকটার তবে বলো
কী আছে?
দেশটাকে বাঁচাতে সে
গিয়াছে।

ভবঘুরে লোকটাকে
চিনি তো
তাঁর কাছে এই দেশ
ঋণী তো।

Share.

মন্তব্য করুন