সবুজ গাঁয়ের হাতছানিতে মন থাকে না ঘরে
দুয়ার খুলে তাই ছুটে যাই ঐ মেঠোপথ ধরে ;
পথের বাঁকে বুনোফুল আর পাখপাখালির মেলা
সে পথ ধরে দূর দেশে যায় সাদা মেঘের ভেলা ;
মেঘের ছায়া তরুর ছায়া মায়া ঘেরা গাঁয়ে
রূপ-অপরূপ নজরকাড়া চিত্র ডানে-বাঁয়ে ;
ডাইনে দীঘি, দীঘির জলে ভাসে হাঁসের ছানা
বাঁয়ের মাঠে কৃষক ফলায় শস্য সোনাদানা ;
মাঠের পরে মেঘনা নদী বইছে কলকল
নদীর তীরে ঘুড়ি ওড়ায় দস্যি ছেলের দল ;

রাখাল ছেলের জাদুর বাঁশির বিমোহিত সুরে
গঙ্গাফড়িং নৃত্য করে পড়ন্ত রোদ্দুরে ;
সন্ধ্যা নামে জোনাই জ্বলে ঝিঁঝিরা গান করে
উদাস প্রাণে উদাস বালক ফিরে চলি ঘরে ;
পথের কাঁটা সরিয়ে দিয়ে আপন পথে হাঁটি
চরণ ছুঁয়ে প্রণাম জানায় গাঁয়ের ধুলোমাটি।

Share.

মন্তব্য করুন