একটা পাখি বন্দি আছে খাঁচায়,
খোকন সোনা দিচ্ছে খাবার যা চায়।
কিন্তু খাবার খাচ্ছে না যে পাখি,
জলটলমল সিক্ত করুণ আঁখি!

কী হয়েছে ক্যান পাখিটা কাঁদে?
জানতে চেয়ে প্রশ্ন মনে বাঁধে!
পায় না জবাব ভাবনা দড়ি-ছেঁড়া,
লাগছে কেমন সবই ছেড়াবেড়া!

এমন সময় ফড়িং এসে কয়,
খোকন তোমার কী এতো সংশয়?
দাওনা খুলে খাঁচার বাঁধনখানা,
উড়–ক পাখি একটু মেলে ডানা।

উড়তে যদি না পারে সে নীলে,
খাঁচার ভেতর মরবে তিলে তিলে।

Share.

মন্তব্য করুন