আমাদের বাড়ি এক, আনন্দমেলা,
হাসি গানে মিলেমিশে কেটে যায় বেলা!
মা কাকীরা একসাথে রাঁধে, চুল বাঁধে!
সকলের দায় তারা তুলে নেয় কাঁধে!
ভোরবেলা সব শিশু পাঠে দেয় মন,
বাবা-কাকা জারি রাখে কঠোর শাসন!
এক বাড়ি লোক মিলে এক সংসার,
ভাগাভাগি সব কিছু শান্তি অপার।
আমাদের আছে এক আধুনিক বাসা,
আছে কত দামি দামি আসবাব ঠাসা!
নিরিবিলি নিজ ঘরে পড়াশোনা করি,
পড়া শেষে রোজ কত বায়না যে ধরি।
স্বাধীনতা আছে তাই নেই কোনো বাধা
যে যেমন খেতে চায়, সবই হয় রাঁধা
ছোট পরিবার মানে সুখী পরিবার,
অভাব থাকে না তাই শান্তি অপার।
আম, জাম, লিচু, কলা ফলবতী গাছ,
পুকুরে সাঁতার কাটে কতশত মাছ!
ফুলের বাগান জুড়ে প্রজাপতি ওড়ে,
মৌমাছি মধু নিয়ে সঞ্চয় করে!
সবজির চাষ হয় উঠোনের কোলে,
সোনালি ধানের ক্ষেত যেন ঢেউ তোলে।
গোয়ালে দুধেল গাই সারাটি বছর,
খাঁটি দুধ পানে শিশু হয় যে নধর।
হরেক রকম ফল, দেশ বিদেশের,
শোভা বর্ধন করে সুপার শপের!
রাখে যে প্রসেস করে রকমারি মাছ,
সহজ বানিয়ে দেয় রাঁধুনির কাজ।
রেস্তোরাঁ ভরে আছে চাইনিজ-থাই
কন্টিনেন্টালের তুলনা যে নাই;
ওরিয়েন্টাল থেকে ইংলিশ ফুড,
ঘুরেফিরে খাই যাতে ভালো থাকে মুড।
জীবন ঝামেলাহীন, শুধুই আরাম,
বাটনে বাটনে লেখা সুখেদের নাম।
বাটনে খাবার আসে, বাটনে পানীয়,
বাটনে নিদ্রা আসে সত্যি জানিও!
বাটনে স্বপ্ন দেখি মনের মতন,
বাটনে হয় না কোনো ছন্দপতন।
মেনে নিই শ্রমটুকু বাটন চাপার,
বাটনে বন্দি আছে সুখ যে অপার!

Share.

মন্তব্য করুন