আমার দোয়েল বাংলা দোয়েল
বাংলা শালিক বাংলা কোয়েল
বাংলাদেশের সবুজ রঙে বাংলা ভাষার টান
বুলবুলি আর কোকিল যেনো বাংলাতে গায় গান।

ফুলের হাসি বাংলা হাসি
বাংলা শিশির রাশি রাশি
ধ্বল কুয়াশায় বাংলা ভাষার শীত
মধ্য রাতে হঠাৎ পাখি বাংলাতে গায় গীত।

ভোর আকাশে রঙের খেলায় বাংলা ভাষা
বুকের ভেতর নতুন দিনের নতুন আশা
ঝিংগে ফুলে প্রজাতির ডানার রঙে
যত্ত রকম পাখপাখালি আমার বঙ্গে
সকল কিছু বাংলা ভাষায় দেখছি আমি
বাংলা ভাষায় চলতে চলতে আবার থামি।

বৃষ্টি দেখি বাংলা ভাষায় ঝরে
মনটি আমার কেমন কেমন করে
আকাশ দেখি বাতাস দেখি বাংলা ভাষায়
স্বপ্নগুলো উড়তে থাকে উচ্চ আশায়
ইচ্ছেগুলো বাংলা ভাষায় হাসে
মনটি আমার বাংলা ভালোবাসে।

তোমার চোখের দৃষ্টিতেও বাংলা ভাষা
হাজার নদীর তরঙ্গেও বাংলা ভাষা
শর্ষে মাঠের হলুদ বেয়ে বাংলা বাতাস দোলে
মাচার নিচে মস্ত লাউ বাংলা হয়ে ঝোলে।

বাংলা ভাষার গল্পগুলো বলতে পারি
কেমন করে লাল হয়েছে ফেব্রুয়ারি
কেমন করে বরকতেরা জীবন দিলো
আগুন ঝরা তপ্ত মিছিল কেমন ছিলো
কেমন ছিলো রক্ত মাখা সেই ইতিহাস
বলবে তখন বীর সেনানী সাবাস সাবাস।

নীল জোনাকি জ্বলতে থাকে জ্বলতে থাকে
তারার চোখে রূপালি রঙ গলতে থাকে গলতে থাকে
নিঝুম রাতে চাঁদটি একা চলে
বাঁশ বাগানে জলপিপিরা বাংলা কথা বলে
আমার চোখে ঘুম আসে না তবু
বাংলা ভাষায় এসব দেখার সুযোগ দিলেন প্রভু

Share.

মন্তব্য করুন