বন্ধুরা,
সালাম ও শুভেচ্ছা নিও।
আশা করি ভালো আছো সবাই। ভালো থাকার আনন্দটি প্রকাশ করাও আনন্দের। অবশ্য সে প্রকাশ যদি হয় সুন্দর ভাষায়। এবং যদি হয় মধুর শব্দে।
ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস। এ মাসেই হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলন। জীবন এবং রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। এখন বাংলা ভাষার মান উন্নত করতে হবে আমাদের। ভাষার মান উন্নত হবে যদি আমরা আমাদের মুখের ভাষাকে সুন্দর করি। পরস্পরের সাথে ভাব বিনিময়ে সুন্দর এবং আনন্দময় ভাষা ব্যবহার করি। অসুন্দর শব্দ বাক্য যদি বর্জন করি। অসুন্দর ভাষা বর্জন করতেই হবে। মন্দ শব্দও বাদ দিতে হবে। চর্চা করতে হবে জাতে ভাষা শুদ্ধ হয় সুন্দর হয়। শুনতে ভালো শোনাবে এমন করে কথা বলা। এমন ভাষা শুনলেই ভালো লাগবে মনে। শুদ্ধ এবং সুন্দর হলেই তো ভাষার উন্নতি ঘটবে।
ফেব্রুয়ারিতে যেমন আমাদের ভাষার বিষয় আছে। তেমনি প্রকৃতিতে আছে আনন্দের বসন্ত। বসন্ত মানে ফুলের ঋতু। বসন্ত হলো ঋতুর রাজা। কত ফুল ফোটে। কত পাখি গান করে। দক্ষিণা মৌসুমী বাতাস এসে মন ফুরফুরে করে দিয়ে যায়।
সুতরাং ফেব্রুয়ারি ভাষা এবং বসন্তের মাস। এ মাসে আমরা আমাদের মুখের ভাষা এবং জীবনের ভাষাকে বসন্তের আনন্দে জাগিয়ে তুলতে পারি।

Share.

মন্তব্য করুন