গাছের ডালে পলাশ হাসে যেন শিখা জ্বলন্ত,
বাগান জুড়ে ফুল পাখিরা নিয়ে এলো বসন্ত।
আমের বোলে সকাল সাঁঝে মৌমাছিরা ছুটন্ত,
ডালে ডালে হরেকরকম ফুল পাতারা ফুটন্ত।
কৃষ্ণচূড়া, শিমুলেরা পাতার ফাঁকে অঙ্কিত
পথের ধারে লালের বাহার রক্তে যেন রঞ্জিত।
শিউলি, কেয়া, বকুল গাদা বৃক্ষ শাখে অঞ্চিত,
খুকির হাতে ওই ঝুড়িতে পুষ্প মুকুল সঞ্চিত।
সূর্য্যি মামার মিষ্টি রোদে ঝলমলে ওই কৃষ্ণ চুল,
বাসন্তী সে হাওয়া পেয়ে বাধায় কেমন হুলুস্থুল।
পাল তুলে নায় একলা বসে গলায় মেখে শান,
মনের সুখে গায় যে মাঝি মিষ্টি সুরে গান।
মনকাড়া ওই করুণ সুরে কোকিল ডাকে কুহু,
হিম মাখা এই শীতল বায়ু বইছে মুহুর্মুহু।
গাছ গাছালি রয় দাঁড়িয়ে ফাগুন মাখা গৌরবে,
যাই হারিয়ে ফুলপাখিদের মনমাতানো সৌরভে।

Share.

মন্তব্য করুন