বিজয় দিবস এলো বিজয়ের দিন
লাল সবুজের সুখ হলো উড্ডীন।
সূর্যের মুখ যেনো হাওয়ায় দোলে
নতুন দিনের বুঝি দরোজা খোলে।

বিজয়ের সাথে আছে সাহসের নাম
জয় পেতে প্রয়োজন দৃঢ় সংগ্রাম।
রক্তও দিতে হয় জীবনও লাগে
ইতিহাস পড়ে দেখো যত আছে আগে।

আমাদের বিজয়ের ইতিহাসও তাই
সংগ্রাম ছাড়া কোনো বিজয় তো নাই।
বিজয় এনেছে যারা জীবন দিয়ে
আজ কিছু লিখে যাই তাদের নিয়ে।

জীবন দিয়েছে তারা দেশের তরে
তাদের ভুলবো বলো কেমন করে।
তারা মিশে আছে এই মাটির সাথে
শুঁকলেই পাওয়া যায় গন্ধ তাতে।

বিজয় এসেছে আজ বিজয় এলো
দুই চোখে যুবকেরা স্বপ্ন পেলো।
নতুন বিজয় যদি পেতে চাও, চাও
নতুন করেই তবে স্বপ্ন সাজাও।

দুরন্ত সংগ্রামী জাতি যদি হয়
তারাই আনতে পারে নতুন বিজয়।

Share.

মন্তব্য করুন