প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নিও।

আশা করি ভালো আছো। সুস্থ এবং সুন্দর আছো। সুস্থ থাকতে হবে। সুন্দরও থাকতে হবে। সুস্থ থাকার জন্য কিছু নিয়ম মানতে হয়। যেমন- সময়মতো ঘুমানো। সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠা। সময়মতো খাওয়া। ঠিক সময়ে স্কুলে যাওয়া। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। ভালো ব্যবহার করা। বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা। মা বাবার কথা মান্য করা ইত্যাদি। এসব পালন করলে সুস্থ থাকা যায়। আবার এসবের মাধ্যমেই সুন্দর হয় জীবন।
জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ। জীবন উন্নত হয় সময়ের কাজ সময়ে করলে। ঘুম খাওয়া লেখাপড়া এসবই সময়মতো করতে হয়।

সামনে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে সময়মতো। এর মধ্যে আছে খেলাধুলার বিশ্ব আয়োজন। লেখাপড়ার ফাঁকে-ফুঁকে দেখতে হবে খেলা। কিন্তু খেলা দেখে পরীক্ষায় খারাপ করা যাবে না। এখানেও সময়ের ব্যবহার সময়মতো করতে হবে।
সত্যি কথা হলো সময় খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। যারা সময়ের কাজ সময়ে করে তাদের জীবন হয় সফল। তারা থাকে সুস্থ ও সুন্দর! তাই সময়কে কাজে লাগাও সময়মতো।

Share.

মন্তব্য করুন