বায়ান্নতে ভাষা পেলাম, দেশটা একাত্তরে
জয়ের কত মাল্য আরো নিয়ে এলাম ঘরে।
লেখাপড়ায়, খেলাধুলায়, কুরআন তেলাওয়াতে
কে আছে আর জয়ী হবার? বাংলাদেশের সাথে!

জ্ঞান বিজ্ঞানে, গণিত চর্চায়, চলচ্চিত্রে, গানে
বাংলাদেশের ছেলে-মেয়ে যাচ্ছে অভিযানে।
সাফ ফুটবলে জয় এনেছে এই দেশেরই মেয়ে
অধ্যাবসায় আর সাধনায় ধন্য এদের পেয়ে।

ক্রিকেট এবার অস্ট্রেলিয়ায় জমবে বিশ্বকাপে
অদম্য এই বাংলাবাঘের ভয়ে সবাই কাঁপে!
আকরাম খানের উত্তরসূরী তামিম আশরাফুল
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জয়ের মূল।

ভিভ রিচার্ডসের নাম শুনেছো, মুরালিধনদের
ইমরান খানের খেলার চমক শোয়েব আখতারের।
তোমার মতো তরুণ-কিশোর বয়স তখন ষোলো
শচীন টেন্ডুলকারের যখন অভিষেকটা হলো!

মনে রেখো মেধাবী মুখ…নাম জেনে নাও আর…
‘আইডলস’ এর রচয়িতা সুনীল গাভাস্কার!
কপিল দেবের ছবি কতো ছিল খেলার পাতায়,
ব্রায়ান লারা, শোয়েব মালিক খবরগুলো মাতায়!

খেলাধুলায়, এর সাধনায় থাকবে যারা টিকে
মনে রেখো রোহিত শর্মা, বিরাট কোহলিকে।
সাকিব রিয়াদ মুশফিক তাসকিন নান্নু মাশরাফিরা…
খেলার জগৎ জুড়ে আরো আসবে দামি হীরা!

ভালো খেলে, মেয়ে-ছেলে, আলোর মানুষ যারা
দেশ ও জাতির ইতিহাসে অমর হবে তারা!
আছে সবাই প্রতীক্ষায় আজ, আসবে সেদিন কবে?
লাল সবুজের বিশ্বজয়ে হাসবে কলরবে!

Share.

মন্তব্য করুন