গাছে গাছে পাখি নাচে
ওরা বড় চঞ্চল
সুরে সুরে গান গায়
মেতে থাকে অঞ্চল

সন্ধ্যাতে গান ধরে
ঝিঁঝিদের আসরে
ভরা চাঁদ জোছনায়
পরীকুল হাসো রে

ফুল হাসে চুপি চুপি
দুলপরা কিশোরী
চুল ছেড়ে নাচে দুলে
ঠিক যেন মিশরী

পাখিদের কোলাহল
থেমে গেলো মাত্র
সন্ধ্যার রেশ কেটে
এলো ফিরে রাত্র।

Share.

মন্তব্য করুন