এক যে পাখি ছিলো বনে,
অনেক খুশি ছিলো মনে।
পাখির ছিলো দুটি ছানা,
উড়তে শিখতো ঝাপটে ডানা।

কিচির মিচির ডাকতো ছানা,
দেখলে মায়ের খাবার আনা।
অনেক সুখে ছিলো পাখি,
দেখে ছানার দুটি আঁখি।

হঠাৎ একদিন খাবার আনতে,
গেলো পাখি দূরের প্রান্তে।
হঠাৎ মেঘলা আকাশ দেখে,
চোখে ভয়ের আসর মেখে।

মা পাখিটা ফিরছে নীড়ে,
ঝড়ো হাওয়ায় ধরলো ঘিরে।
ঝড়ের সাথে যুদ্ধ করে,
অনেক কষ্টে ফিরলো ঘরে।

মা পাখিটা এসে দেখে,
ছানা দু’টি বৃষ্টি মেখে।
শান্ত হয়ে গেছে দেহ,
কিচির মিচির কয়না কেহ।

মা পাখিটা কান্না করে,
ছানা দুটি বুকে ধরে।
পাখির দুঃখ হলো সাথী,
সুখের ঘরে দুঃখের বাতি।

Share.

মন্তব্য করুন