বড় যদি হতে চাও
মানুষের মতো;
লেখাপড়া শিখো তবে
সুখী হবে শত।

গরিবের তরে তুমি
হও আগুয়ান;
এতে তব কোনোদিন
ফুরাবে না মান।

লাভ কিছু হয় কি গো
অমানুষ থেকে?
মিছে নয় সৎ সাজা
মনে কাদা রেখে।

সকলের তরে ভালো
হও সারাক্ষণ;
সুখে থেকে সুখী রবে
করো যদি পণ। #

Share.

মন্তব্য করুন