রোজ সকালে আদর করে
রবির হাসি পূর্বাকাশে,
মিষ্টি করে হেসে ছড়ায়
বঙ্গ বুকের দূর্বাঘাসে।

ফুল ফসলের মধুর ঘ্রাণে
সবুজ প্রাণের বাঁধন কোণে,
রূপের ছোঁয়া দেয় বিছিয়ে
অনায়াসে আপন মনে।

সারি সারি চারিধারি
মাঠের উপর বৃত্ত ঘরে,
আনন্দে মন হরেক ফড়িং
উল্লাসে সুখ নৃত্য করে।

Share.

মন্তব্য করুন