আমার মায়ের দেশের মাঝে
অনেক সুখের সঙ্গে;
লুকিয়ে থাকি মাঠ বনে আর
ভেজা ঘাসের অঙ্গে।

ভোর সকালে পাখপাখালি
গাইছে যে গান ছন্দে;
হৃদয় মাঝে তবলা বাজে
মিষ্টি ফুলের গন্ধে।

ঝিলের জলে দীঘির জলে
গা জুড়িয়ে এলে;
অনেক সুখের ইচ্ছেডানা
থাকি সেথা মেলে

সবুজ সোনার দেশের বুকে
লুকিয়ে থাকার জন্য;
ইচ্ছে জাগে পাখি হবার
না হয় কোনো বন্য।

Share.

মন্তব্য করুন