প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। নিশ্চয় লেখাপড়া করছো নিয়মিত। জীবনকে জ্ঞানের আলোয় উজ্জ্বল করার কাজটি করছো ঠিকঠিক। এটি কিন্তু খুব খুব জরুরি। জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জন ছাড়া জীবন কখনো সুন্দর হয় না। আনন্দময় হয় না। পরিপাটিও হয় না। তাই প্রতিনিয়ত নিজেকে জ্ঞান অর্জনের সাথে জড়িয়ে রাখতে হবে। বই পড়ার চেষ্টা করতে হবে। বই না পড়লে জ্ঞানের সীমানা বাড়ে না। বড় হয় না জ্ঞানের বহর। এই বই মানে ক্লাসের বাইরের বই।
তোমরা স্বপ্ন দেখো কত কি। কল্পনা করো নানারকম। এসব স্বপ্ন এবং কল্পনা সত্যি সত্যি যদি পেতে চাও তবে নিজেকে জ্ঞানের সৌন্দর্যে সাজিয়ে তোলো।
জীবনের জন্য শিখতে হবে বিভিন্ন বিষয়। চলতে ফিরতে শিখতে হবে। প্রকৃতির সৌন্দর্য থেকেও শিখতে হবে। বিভিন্ন ঘটনা থেকেও শেখা চাই। এভাবে শিখলে একসময় দারুণ সব বিষয়ে জানা হয়ে যাবে। মনে রেখো, যে জানে আর যে জানে না তারা কখনও সমান হতে পারে না। যে জানে সে সেরা। সে উত্তম। তোমরা উত্তম হবে- এটিই আমরা আশা করি। আর উত্তম মানুষের জীবন হয় আনন্দময়!

Share.

মন্তব্য করুন