ওরা হলো গরিব মানুষ
ভাঙা ঘরে বাস,
ওদের নিয়ে লিখবে কে আর
ছোট্ট ইতিহাস।

ওদের কথা কেউ ভাবে না
কেবা রাখে খোঁজ,
দুঃখে কষ্টে জীবন তাদের
কাটে প্রতি রোজ।

রোগীর পাশে সেবা দিতেই
কেবা বাড়ায় হাত,
অসময়ে ঝরে কত জীবন
গুমরে কাঁদে রাত।

সূর্য যেমন পূর্ব পশ্চিম
এটাই তার দিক,
আমরা মানুষ ওরা মানুষ
এ কথাটা ঠিক।

Share.

মন্তব্য করুন