তোমরা যদি ঘুমিয়ে থাকো ভোর আনবে কে
হাসবে কে আর নতুন করে মনের আনন্দে!
চলবে কে গো সত্য পথে বলবে সত্য বাণী
মানবে নাকি মিথ্যে এতো ন্যায়ের অপমানী।

নতুন দিনের স্বপ্ন তবে দেখবে বলো কারা
আনবে কারা এই সমাজে নতুন সুখের ধারা।
রাত্রি ঠেলে আনতে হবে নতুন দিনের গান
জাগো জাগো তাই তোমাদের করছি আহবান।

হায় তোমাদের সাহস বলে নেই কি কিছু বুকে
দেখছোনা ওই মানুষগুলো মরছে ধুঁকে ধুঁকে।
মানুষ নিয়ে মানুষ যখন খেলছে চটক খেলা
তোমার কেনো ঘুমের ঘোরে যাচ্ছে কেটে বেলা!

অবিচারের মুণ্ডু চেপে চাপড় মারো কষে
রক্তে তোমার বারুদ আছে জ্বালাও ঘষে ঘষে!
অগ্নিগিরির মুখ খুলে দাও বুক খুলে দাও ফের
প্রচণ্ডতায় সাহস ফিরুক ঘুমন্ত বিশ্বের!

দুঃখ ব্যথায় মানুষগুলোর হায় কি নাভিশ্বাস
কেমন করে বীরের জাতি ভুলছো ইতিহাস!
পাহাড় যদি পার হতে হয় পেরিয়ে তবে আসো
মত্যুকে কেউ ভয় করো না জীবন ভালোবাসো!

মৃত্যু যখন একবারই হয় ভয় কি বলো আর
কাপুরুষের মতো তবে মরো না বারবার।
দুঃখ শোকে হাসতে শেখো ভাঙতে শেখো ঢেউ
এই জগতে তোমার মতো আর কি আছে কেউ!

মুক্ত করো ভেতর বাহির মুক্ত করো মন
কলকলানো ঢেউয়ের সাথে করো আলিঙ্গন।
অন্ধকারের বন্ধ দুয়ার খুলতে যদি চাও
সূর্য থেকে রোদ আনতে হাত বাড়িয়ে দাও।

বিশ্ব জয়ের মন্ত্র জপো সত্য ধরে থাকো
অসম্ভবের সম্ভাবনায় জয়ের নিশান আঁকো।

Share.

মন্তব্য করুন