সাগর আমায় হাতছানিতে ডাকে
বাতাস কেবল নিঃশ্বাস জুড়ে থাকে
নদীরা মিলেই প্রেরণা জোগায় খুব,
গাছপালাও লতা-পাতা
মাছ-মাছালি ব্যাঙের ছাতা
ফুল-ফলাদি হিজল তমাল
দেখায় রঙিন রূপ;
আর, আকাশ ঢালে মাথার উপর
বৃষ্টি ঝাপুর-ঝুপ!

পাহাড়ও আমায় উৎসাহ দেয় অতি
ঝর্ণারা দেয় স্নিগ্ধ কোমল গতি
খাল-বিলেরা আমায় কাছে ডাকে
যাই না কোথাও জড়িয়ে থাকি মাকে…

তারপরেও মনটা হাসে
সবাই যখন ভালোবাসে
মায়ের আঁচল ছেড়েই আমি
দৌড়ে পালাই দূরে;
হঠাৎ আমি থমকে দাঁড়াই
দোয়েল পাখির সুরে!

আমায় পেয়ে বন বাদাড়ও খুশি
পাহাড় যখন পর্বতেরে করছে কদমবুসি
ময়না টিয়ে দোয়েল কোয়েল অমনি ধরে গান;
তাকিয়ে দেখি ডাকছে আমায় রংধনু আসমান!

চোখের সামনে পদ্মাসেতু ওই…
হাতছানিতে ডাকছে আমায় ভাইয়ারে তুই কই?
আমায় নিয়ে পড়ছে যখন রাষ্ট্রীয় হই-হই-
তখন আমি তোর পানেতেই অবাক চেয়ে রই!

পথের পাশে দূর্বাঘাসে
ওরাও নাকি ভালবাসে
বলছে আমায় গর্ব নিয়েই কৃষ্ণচূড়ার ফুল,
তোমায় পেয়ে আজকে কেনো এত্তো হুলুস্থুল?

মা ডেকে কয় ওরে পাগল খোকা
আর কতকাল মাকে দিবি ধোঁকা?
বুকের স্নেহের মানিক আমার হার না মানা ছেলে,
সবাই কেবল মাকে ভোলায় তোকে কাছে পেলে।

দৌড়ে ছুটি মায়ের কাছে আমি
আমি মানেই সবচে’ দ্রুতগামী…
তারপরে ঠিক মায়ের বুকে আছড়ে গিয়ে পড়ি,
মা-ছেলেতে বনের ধারে খেলছি জড়াজড়ি…!

মা হেসে কন তোরেই বাছা শ্রেষ্ঠ বলে জানি,
বুকের মধ্যে গেঁথে রাখিস আমার এ মুখখানি।
লক্ষ্মীসোনা বাপজান আমার তবেই বড় হবি-
মায়ের দোয়ায় হবিরে তুই বিখ্যাত এক কবি।

Share.

মন্তব্য করুন