গ্রীষ্মের দাবদাহে কোন ফুল ফুটলো
কোন অলি ভুল পথে সেই রূপ লুটলো?

সবুজের সমারোহে রূপ তার খুললো
সেই রূপে আজ এই কবিমন দুললো।

তার প্রেমে কার হিয়া কোন নামে ডাকলো।
কোন প্রিয়া সেই ডাকে প্রেমছবি আঁকলো?

কোন কবি সেই ছবি কবিতায় ভরলো
প্রভাতিয়া রাগ ধরে কেগো গান ধরলো?

লাল লাল সেই ফুল দোল খায় বাতাসে
কৃষ্ণের বংশীতে সুরে যেন পাতা সে।

সেই ফুল তুলতুল গাছে গাছে বোশেখে
জ্যৈষ্ঠের খাতা খুলে তাকে নিয়ে কে লেখে?

ঝরে পড়ে ঝুরঝুর মাঠে পথে বাগানে
কোন ব্যথা বুকে তার কোন প্রেমী তা জানে?

সেই ফুল কোন ফুল বলো দেখি তোমরা
যার রূপে মাতোয়ারা গ্রীষ্মের ভোমরা?

Share.

মন্তব্য করুন