আষাঢ় এলো বাদল নিয়ে তপ্ত মাটির বুকে,
সকল বীজের সুপ্ত মুকুল তুলল মাথা সুখে।
বৃষ্টি ঝরে সৃষ্টি নড়ে বইছে হিমেল হাওয়া,
ডোবার পাড়ে শুরু হলো বরষার গান গাওয়া।

সই পেতেছে কদম-কেয়া, কামিনী আর জুঁই,
উঠোন জুড়ে মাচার ওপর হাসছে সতেজ পুঁই।
কলাবতী-কেতকী আর কাঁঠালচাঁপার ঘ্রাণ,
ঝিঙেফুলের হাসি দেখে মুগ্ধ সবার প্রাণ।

কলমি-কচু-হেলেঞ্চা আর মাছের পোনা মিলে,
দস্যিরা আজ দল বেঁধেছে পদ্মফোটা বিলে।
সিঁদুর রাঙা মেঘের ফাঁকে মিষ্টি রোদের হাসি,
চাঁদপনা ওই রঙধনুটি বড্ড ভালোবাসি।

বৃক্ষশাখে মনোলোভা সবুজ পাতার সাজ,
উঠল বেড়ে বুনো সুখে গুল্ম-বিরুৎ আজ।
চারিদিকে সবুজ সুখের নামল শীতল ধারা,
আষাঢ় এলো উৎসবে তাই উঠল জেগে পাড়া।

Share.

মন্তব্য করুন