সকাল থেকে কাঁদছে এনী, পুষবে পাখি চন্দনা।
আম্মু বলেন, যন্ত্রণা,
আব্বু বলেন, এমন কি আর পুষলে হবে মন্দ না!

বিকেল বেলায়, ‘বার্ড প্যালেসে’ কিনতে গেল পাখি,
সঙ্গে জুলি রাখি
চন্দনা নেই। চড়–ই-টিয়ে করছে ডাকাডাকি।

অবশেষে হতাশ হয়ে কিনলো সে রঙ তুলি
তাইনা দেখে জুলি,
এনীর খাতায় এঁকে দিলো চন্দনা-বুলবুলি।

Share.

মন্তব্য করুন