ঈদ এলো ঈদ এলো, ফের এলো ঈদ
কত শত বায়না, অভিমান ও জিদ!
ঝকমকে লাল জামা কিনে দিতে হবে
এই ছাড়া খোকাটা কি ঈদগাহে যাবে?
যাবে না সে ঈদগাহে, জুতো ছেঁড়া তার
কী কী হলো কেনা- দ্যাখো, কী বাকি আর?

ওইদিকে এক খোকা ঘোরে খালি গায়ে
রাবারের ছেঁড়া জুতো আজও তার পায়ে
ঈদের দিনেও তার মুখে নেই হাসি
আজও কি সে খাবে শুধু পচা আর বাসি!

‘এই খোকা কাছে এসো, এই সোনামনি
ভেদাভেদ নেই কোনো মিসকিন ও ধনী;
ভাগাভাগি করে নিই খুশিগুলো, শোনো-
তুমি ছাড়া এই ঈদ- ঈদ হলো কোনো!

Share.

মন্তব্য করুন