ঝনঝনানি বৃষ্টি পরে টিনের চালে শব্দ
টাপুরটুপুর বৃষ্টি এসে করে দিল স্তব্ধ,
মৃদু বাতাস ঝনঝনানি বৃষ্টি পরে যেই
শুকনো মাটি নরম করে ভিজে নিমিষেই।

পূর্ব গগনতলে খুকি বসায় রঙের মেলা
চুনোপুঁটি হেসে খেলে উঠে তার ভেলা,
ডাকছে মলা মাছ রাজাদের দেখতে কত রূপ
রিমঝিমঝিম বৃষ্টি এসে পরে টাপুর টুপ।

কণা কণা বৃষ্টিতে খোকা নাচে তালে
পাখিগুলো চুপ করে বসে দেখে ডালে,
প্রজাপতি মনের সুখে ভিজে সারাক্ষণ
বৃষ্টি এসে মাতিয়ে দিল সারাটা মৌ বন।

Share.

মন্তব্য করুন