আলমারিতে রাখা আছে
শীতের চাদর মার
মায়ের কোমল হাতে বোনা
আমার সোয়েটার।

পুরনো সব শীতের পোশাক
সেই আলমিরায় রাখা
মায়ের বোনা সেই সোয়েটার
আজও আদর মাখা।

ভারী জ্যাকেট কাশ্মীরি শাল
আছে ব্লেজার কোর্টও
মায়ের খোকা বড়ো হলাম
সেই সোয়েটার ছোটো!

হালফ্যাশনে যেমন থাকি
হাড়কাঁপা এই মাঘে
সত্যি মাগো সেই সোয়েটার
পরার ইচ্ছে জাগে।

খুঁজি আজও মায়ের পরশ
জড়িয়ে মায়ের শাল
ভাবছি জীবন শূন্য ডালের
পাতাঝরা শীতকাল!

Share.

মন্তব্য করুন