বন্ধুরা, নববর্ষে শুভেচ্ছা জানাই। ভালো আছো নিশ্চয়। ভালো থাকো খুব। কারণ নতুন বছরে নতুন স্বপ্নের জন্য ভালো থাকা চাই।
বাংলা নতুন বছর এলো। এলো নতুন স্বপ্নের দিন। যদিও সময় সবসময় নতুন। সময় কখনও পুরনো হয় না। সে গাছের নতুন পাতার মতো, নতুন ফুলের মতো কেবলই নতুন। তবুও যেহেতু একটি বছর চলে যায়। সেকারণে আরেকটি বছর আসে। আসে তো নতুন হয়ে আসে।
নতুন বছরে নতুন করে ভাবতে হয়। নতুন করে জীবনের জন্য পরিকল্পনা নিতে হয়। লেখাপড়ার বিষয়ে আরও সুন্দর এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনাও খুব জরুরি। বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ মাস থেকে।
বৈশাখ এলে আমাদের প্রকৃতিতে ঝড় বৃষ্টি শুরু হয়। একে আমরা বলি বৈশাখী ঝড়। এ ঝড়ে গরীব-দুখীর ঘর-বাড়ি ভেঙে যায়। পথের পাশের মানুষগুলো, বস্তি-ঘরে বসবাস করে যারা, তাদের খুব কষ্ট হয়! তোমরা এমন গরীব দুখীদের খবর রেখো। পারলে সহযোগিতা করো। নতুন বৈশাখে এই হোক আমাদের নতুন স্বপ্ন!

Share.

মন্তব্য করুন