তোমরাই বলো কতদিন হলো দেখিনি রাতের তারা?
দেখিনি আকাশে মেঘের ভেলাতে বাতাসের নাড়াচাড়া।
হিমেল প্রভাতে ঘুঘুর কূজনে কুহেলিকা ভরা মাঠ…
কতদিন হলো করতে পারিনি ভোরের কবিতা পাঠ।

গলায় জড়িয়ে হারাতে পারিনি মরা তটিনীর কূলে-
ঝুমকোলতার দীঘল সুতোতে মালা গেঁথে বুনোফুলে।
কদম, কামিনী, পলাশ কাননে মোহিত লোচন বুঝে…
অতীতের রাঙা দস্যিপনাতে নিজেকে পাইনি খুঁজে!

ঘুমহীন চোখে দুঃখ প্রবাহ আবেগের ঘন ছায়া;
অচেনা শহরে কাঠফাটা রোদে বাড়ায় কেবলই মায়া।
শিঞ্জিনী তানে কতশত পাখি দ্যুলোকে গিয়েছে উড়ে-
সুরের মাধুরী পবনে মিশিয়ে বহুদূর বহুদূরে।

বাস্তব মোহ ব্যস্ত নগরে শান্তি কামনা ভুয়া-
সোনালি বিরাম ফিরিয়ে আনুক পানকৌড়ি, কাকাতুয়া!

বর্ষার বানে রিনিঝিনি মেঘে ছোট্ট তরীতে ভেসে-
এই আমি ফের সুখ খুঁজে যাবো শাপলা ফুলের দেশে!
আলপথ ধরে হেঁটে যাবো ফের অজানার পথে পথে!
আমি ফিরবোই, ফিরবোই আমি রঙিন ভবিষ্যতে।

Share.

মন্তব্য করুন