বই খাতা সব রাখছি তাকে তুলে
হবে না আজ যেতে মা স্কুলে
মেঘের ডাকে হারিয়ে গেছি, ভুলে।

আজকে আমি ফুল পাখিদের দলে
গা ভেজাবো বৃষ্টি ফোঁটার জলে
মুগ্ধ হবো নদীর কোলাহলে।

আজকে আমার খেলার সাথী ফড়িং
জমিয়ে কথা বলবো ওদের ধরিং
একটানা কাজ ভাল্লাগে না, বোরিং।

আজ ছিঁড়েছি রুটিনের ওই পাতা
নেই পাশে আজ কলম ও বই-খাতা
যা খুশি তাই করছি আমি, তা তা।

আকাশ জুড়ে ঘুড়ির ছোটাছুটি
আনন্দে সব খাচ্ছি লুটোপুটি
ইশ কি মজা, আজকে আমার ছুটি।

Share.

মন্তব্য করুন