খুকু যখন ঘুমিয়ে ছিল
তখন ছিল ভোর,
হঠাৎ দোয়েল শিস দিয়ে কয়
খোল্ রে খুকু দোর।

ঘুমের ঘোরে থাকিস নে আর
জাগরে খুকু জাগ,
আয় যাবি চল আমার সাথে
দূরের পলাশ বাগ।

যেখানেতে যায় শোনা যায়
পাখপাখালির ডাক,
নীল আকাশে ওড়ে যেথায়
সাদা মেঘের ঝাঁক।

আয়রে ছুটি ওই সেখানে
ঘরকে করে পর,
রবি মামার আলোয় ভাসে
মেঘনা নদীর চর।

শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণি, সরকারি শহীদ আসাদ কলেজ, শিবপুর, নরসিংদী

Share.

মন্তব্য করুন