পুরস্কার
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে
মালিক : গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক।
চাকর : স্যার এত টাকা দিলেন আমাকে!
মালিক : হ্যাঁ, দিলাম নে। এটা তোর ভালো কাজের পুরস্কার।
চাকর : স্যার, চেকে সাইনটা করেননি তো।
মালিক : এ বছরও এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!

সিরাজ ভাইয়ের চেয়ার
জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন মকবুল। জাদুঘরের কর্মী ছুটে এলো-
কর্মী : আরে, করছেন কী করছেন কী!
মকবুল : ক্লান্ত লাগছে, তাই এখানে বসছি একটু।
কর্মী : আরে ভাই, এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার!
মকবুল : ভাই, একটু বসি। সিরাজ ভাই আইলেই উইঠা যাব।

গোলপোস্ট
বাড়ির সামনে প্রতিবেশী বাচ্চাগুলোকে খেলতে দেখে রহমান সাহেব বললেন-
রহমান সাহেব : বাচ্চারা, খেলছ ভালো কথা। কিন্তু আমার গাড়িতে যেন বল না লাগে।
এক বাচ্চা : অবশ্যই আঙ্কেল, আপনার গাড়িটাই তো আমাদের গোলপোস্ট। আমরা গোল হতে দিলে তো!

টাকা বাঁচানোর উপায়
ছেলে : বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?
বাবা : নিশ্চয়ই চাই!
ছেলে : তাহলে আমাকে একটা বাইক কিনে দাও।
বাবা : তাতে তো খরচ বাড়লো।
ছেলে : জুতার ক্ষয় কম হবে, আমাকে জুতা কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।

এক ফুট গভীরতা
একদিন লালু বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল-
লোক : ভাই, এই বিলের গভীরতা কেমন হবে, বলতে পারেন?
লালু : হবে হয়তো এক ফুটের কাছাকাছি!
লোক : আপনি এত নিশ্চিত হলেন কী করে যে, এই বিলের গভীরতা মাত্র এক ফুট? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন?
লালু : না, আমি কখনো এ বিলে নামিনি। তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি।

খেলাধুলা ভালো
শিক্ষক : খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো। তোমরা প্রতিদিন খেলাধুলা করবা।
মন্টু : জ্বী স্যার! আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি।
শিক্ষক : শাব্বাস! গুড বয় প্রতিদিন কয় ঘণ্টা করে খেল বল দেখি?
মন্টু : মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত, স্যার।

Share.

মন্তব্য করুন