ভাষা নিয়ে একটি মজার বিষয় আছে। বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ। তা হলো ভাষার জাতীয় রূপটি আয়ত্ত করা। জাতীয় রূপ আবার কী? হ্যাঁ বলছি। পৃথিবীর সকল ভাষার আঞ্চলিকতা আছে। অর্থাৎ প্রতিটি অঞ্চলের আলাদা আলাদা ভাষার ভিন্নতা রয়েছে। কিন্তু সব ভাষারই একটি এমন রূপ রয়েছে যা সবার জন্য একরকম। আমরা যাকে বলি শুদ্ধ ভাষা। ভাষার এ শুদ্ধতা শেখা প্রতিটি নাগরিকের জন্য জরুরি। আর এটিই হলো ভাষার জাতীয় রূপ। এবং ভাষার মজাও এখানে। সুতরাং আমাদের সবার উচিৎ ভাষার শুদ্ধ রূপটি শিখে নেয়া।

ফেব্রুয়ারি যেমন ভাষার মাস। তেমনই বসন্তের মাস। প্রকৃতিতে বসন্ত আসে এ মাসেই। আর বসন্ত হলো ফুলের মাস। গাছে গাছে ফুল ফোটে। পাখি গান করে। কোকিল ডেকে যায় মধুর সুরে। শীতের কনকনে ভাব চলে যায়। না শীত না গরমের আনন্দ আসে এ সময়। প্রকৃতির এমন মায়াময় পরিবেশ মহান স্রষ্টার দান।
ভাষা ও বসন্তের এ সৌন্দর্য আমাদের মনকে আনন্দিত করুক।

Share.

মন্তব্য করুন