নিকেল রঙের বিকেল ঝরে আসছে নেমে সন্ধে
রাতের শেষে পূর্বাকাশে ফুটবে গোলাপ ছন্দে।
নতুন বইয়ের ফুলেল ঘ্রাণে
সুবাস হাওয়া বইবে প্রাণে
আশা করি, নতুন বছর কাটবে মহানন্দে!

রাজা প্রজা মিলেমিশে গড়বে প্রীতির রাজ্য
দায়িত্বশীল হয়ে পালন করবে যে যার কার্য।
সোনার কাঠি রূপার কাঠি
ব্যাঙ্গমি আর ব্যাঙ্গমাটি…
স্বপ্ন পুরুষ বীরের মতো বলবে কথা ন্যায্য।

নিরাপত্তা চায় শিশুরা, চায় না কিছুই বাড়তি
তবু কাঁদে বিশ্বজুড়ে শিশু শরণার্থী।
অন্ন বস্ত্র বাসস্থান আর
চাই শিশুদের সব অধিকার-
বাস্তবায়ন হবে এবার, চাই না করুণ আর্তি।

কৃষক পাবে ন্যায্যমূল্য, কৃষাণীরা হাসবে-
শান্তি-সুখের খবর নিয়ে নতুন বছর আসবে।
চাই নিরাপদ সড়ক হবে
নবীন প্রাণের কলরবে
অরুণ আলোয় তরুণসমাজ দেশকে ভালোবাসবে!

সদ্য ফোটা পদ্ম কলি, অলির কথা শুনছে
পরিযায়ী পাখির ডানায় সময় প্রহর গুনছে।
আজ মোনাজাত করতে পারি-
দূর হয়ে যাক মহামারী,
নতুন বছর নতুন আশার নকশীকাঁথা বুনছে।

Share.

মন্তব্য করুন