হিম কুয়াশার চাদর গায়ে
শীত নেমেছে মাঠে
সেই মাঠের ওই রাস্তা দিয়ে
একটি ছেলে হাঁটে।

তার গায়ে নেই গরম কাপড়;
থরথর থর কাঁপে
একটুখানি সুখ খোঁজে সে
লাল আগুনের তাপে।

সেই ছেলেকে দেশের সবাই
টোকাই বলে চিনে,
ভালোবেসে দিও তাকে
গরম কাপড় কিনে।

Share.

মন্তব্য করুন