ঘুম থেকে রোজ ওঠে খুকি পাখির কলরবে
সূর্যি মামা উঁকি মারে দিচ্ছে আলো ভবে।
বৃক্ষ-তরু লতার সাথে খেলতো রোজই খুকি
সন্ধ্যা হলে আবার দিতো চাঁদের সাথে উঁকি।
কূপির বাতি জ্বলতো যখন সবার ঘরে ঘরে,
আলতো আলো ছায়ার সাথে সবাই তখন পড়ে।

আজকে দেখি খুকির দলের নেই যে পড়ালেখা
সবার এখন সকাল-বিকেল হচ্ছে টিভি দেখা
কোথায় গেলো আগের সময় কোথায় গেলো হাসি
এখন সময় ডিজিটালের স্বপ্ন রাশি রাশি।
বিজ্ঞানেরই যুগে আমরা করছি বসবাস,
ধান কাটে আজ মেশিন দিয়ে করছি জমি চাষ।

বিকেল হলে দৌড়ে যেতাম দূরের খেলার মাঠে,
সন্ধ্যা হলে আবার যেতাম জলটলমল ঘাটে।
শাপলা-শালুক তুলতে যেতাম জলে ভরা বিলে,
হঠাৎ করে ছোবল দিতো উড়ন্ত এক চিলে।
বাগ-বাগিচায় খুকির দলে খেলতো পুতুল খেলা
মারামারির পরেও দেখি হচ্ছে মিলনমেলা।
আজকে এসব স্মৃতি হয়ে জমছে সবার মনে
এই সোনালি দিনগুলো আজ ভাবায় প্রতিক্ষণে।

Share.

মন্তব্য করুন