রঙতুলিতে যেই এঁকেছি
ছোট্ট একটি পাখি,
হলদে দু’টি ডানা মেলে
ঝরনা নদী পেছন ফেলে
উড়ে গেল অচিনপুরে
মিষ্টি সুরে ডাকি।

হলদে পাখির জন্য তখন
হয়নি খাঁচা আঁকা,
তাদের জীবন মুক্ত-স্বাধীন
ইচ্ছে ডানায় তাধিন তাধিন
সোনার খাঁচায় বনের পাখি
যায় কি বেঁধে রাখা?

রঙতুলিতে তাই এঁকেছি
সবুজ গাছের সারি,
পাখি এলো ঝাঁকে ঝাঁকে
বসলো তারা তরুশাখে
নাচ দেখালো গান শুনালো
নিলো পরান কাড়ি।

Share.

মন্তব্য করুন