আমার ছিলো একটি সুখের বাগান,
সেই বাগানে পূর্ণ ছিল স্নেহ মায়ার টান
সুখ তারাদের ছিলো আসা যাওয়া,
সারাক্ষণে পরশ মাখা বইতো শীতল হাওয়া।

পাখপাখালি গাইতো আপন সুরে,
প্রজাপতি পাখা মেলে আসতো উড়ে।
লাল পরীরা করতো এসে খেলা,
হৈ-হুল্লোড়ে কেটে যেতো আমার সারাবেলা।

জোনাকিরা আসতো আঁধার রাতে,
জ্বলজ্বল জ্বলতো বসে মায়া মাখা হাতে।
চাঁদের আলো জ্বলতো মিটিমিটি,
সুখ বাগানটি ছিলো আমার কত পরিপাটি!

সুখ বাগানে হঠাৎ এলো ঝড়,
লাল পরী আর পাখপাখালি হয়ে গেলো পর।
জোনাকিরা উড়ে গেলো চলে,
প্রজাপতি আসে না তো, আর সে পাখা মেলে।

Share.

মন্তব্য করুন