আকাশ আমার বিশাল কড়াই
সূর্যের আলো ভাজি
চাঁদের আলো সায়রজলে
ঝোল রাঁধিবো আজি।

সাদা মেঘের পালক দিয়ে
দই বানাবো দই
ইলশেগুঁড়ি বিষ্টিটা যে
হারিয়ে গেলো কই?

হাসি-খুশির ছানা করে
বানাই স্বাদের মিষ্টি
ঝরঝরিয়ে বিলায় সদা
আষাঢ় মাসের বৃষ্টি।

বিলের জলের তেল মিশিয়ে
পদ্মফুলের ভর্তা
আস্তবটের ছায়ার কিমা
খাবে নাকি কর্তা।

Share.

মন্তব্য করুন