মহাশূন্যযানে চড়ে অনন্ত আকাশে
গবেষণা চলছে কত, তারই খবর আসে।

বৃহস্পতির চাঁদে হয়তো এলিয়েনের গান-
শুনতে পাবে, মানুষ যাবে সে চাঁদ ইউরোপায়,
শনি গ্রহের চাঁদে যাবে? ওই দেখো টাইটান,
মঙ্গল গ্রহ চাঁদের বুড়ি ডাকছে, ওরে আয়!

জানান দেবে টেলিস্কোপের ফিউচার স্পেস-
আছে কিনা আরেক গ্রহ, এই পৃথিবীর মতো?
মানুষ যাবে নতুন ভাবে গড়তে সুখের দেশ
হয়তোবা নেই, ভাবছে তবু আছে সম্ভবত।

খুঁজে ফিরছি গ্রহান্তরে- একটু প্রাণের সাড়া
নাসার সায়েন্স মিশন পাঠায় রোবট, নভোচারী
মহাবিশ্বে খুঁজে বেড়াই বন্ধু আছে কারা?
এই পৃথিবীর বুকে জ্বলছে- যুদ্ধ, মহামারী।

যুদ্ধে, ক্ষুধায় মরছে শিশু সবার আশপাশে
মানব বংশ হলে ধ্বংস থাকবে না কেউ টিকে,
জ্ঞানের গোলাপ মধুর সুবাস ছড়াক মহাকাশে
ভালোবাসি কাছের মানুষ, প্রাণের পৃথিবীকে!

মহাকাশে বন্ধু খুঁজি, বন্ধু আমার কারা?
ভালো থেকো আদম সুরত, মিষ্টি ধ্রুবতারা!

Share.

মন্তব্য করুন