টাক ঢেকেছে টাকলু মিয়া মাথায় দিয়ে টুপি
বলব কি আর টাকের কথা- বলছি চুপি চুপি।
একটাও নেই চুল সে মাথায় তেলতেলে টাক আহা-
টাক সে তো নয়- আয়না যেন মুখ দেখা যায় বাহা!

যেমন ধরো চুল আঁচড়াতে আয়না যখন লাগে-
আয়না কোথায়- টাকলু মিয়ার ডাক পড়ে তাই আগে।
চোখ ধাঁধানো সেই সে টাকে রোদ ঝিকমিক করে-
রাতের বেলা জোসনা এসে ঝুরঝুরিয়ে ঝরে।

এই তো সেদিন একটা কাকে টাকটাকে বেল ভেবে
চোখ জুলজুল লোভের বশে যেই না ঠোকর দেবে-
টাকলু তখন ‘হেই’ করাতে সে যাত্রা যায় বেঁচে
কাকটা তবে করল ‘ইয়ে’ গাছের ডালে নেচে।

টাকলু মিয়া তাই তো এখন নিয়েছে পরচুলা-
উটকো আপদ ফেলল ঝেড়ে দেখিয়ে সবার মুলা।

Share.

মন্তব্য করুন