উড়ছে পাখি দিচ্ছে পাড়ি মেলছে আপন ডানা
যাচ্ছে কোথায় কোন সে বনে নাই যে তাহার জানা,
উড়ে উড়ে বকের সারি দূরের গাঁয়ে যায়
পেটটি ভরে ঘরে ফেরে কার সে মহিমায়!

শরৎ হাসে শিউলিতলায় নদীর বাঁকে বাঁকে
সবুজ টিয়ে মুখ লুকিয়ে কোন সে বনে থাকে!
নদীর জলে শান্ত হয়ে শাপলা শালুক ভাসে,
ছাতিম যেন মুক্তো-দাঁতে খিলখিলিয়ে হাসে।

টগর বেলি, জুঁই চামেলি ফোটে বিলের ধারে
ঘোমটা-পরা লাজুক বধূ দেখছে সে সব, আড়ে?
শরতের রূপ কাশফুলেতে ছড়ায় সফেদ হাসি
এমন ছবি তাই তো আমি দেখতে ভালোবাসি।

পাখির গানে মধুর তানে মন উড়ে যায় ফাঁকে
মহুয়াফুলের গন্ধ যেন দু-হাত নেড়ে ডাকে!
মাছরাঙাদের খেলায় বিভোর নদীর দুটি কূল
শরৎ আসে শিউলি হাসে কাশ যে দোদুল-দুল।

Share.

মন্তব্য করুন