শরৎকালে এসো বন্ধু আমার সোনার গাঁয়,
শিশির ভেজা দূর্বাঘাসে আঁকবে চুমু পায়।
সুড়সুড়ি দেয় সমীরণে কাশফুলেরা হাসে,
নদীর জলে পড়ে সে ফুল খইয়ের মতো ভাসে।
মোহনীয় রূপের দোলা দেবে তোমার মনে।
দুজন মিলে ঘুরতে যাবো শিউলি, কেয়ার বনে।

ফুল কুড়িয়ে গাঁথবো মালা দেবো তোমার গলে,
কলাপাতায় ফুল রেখেই ছেড়ে দেবো জলে।
নদীর কূলে গিয়ে দেখবো চখাচখির খেলা,
দূর আকাশে চেয়ে দেখবো সাদা মেঘের ভেলা।

মায়ের হাতের তালের পিঠা আয়েশ করে খাবো,
তালের পিঠা খেয়ে দু’জন ঘুরতে মাঠে যাবো।
নগর বন্ধু এসো তুমি শরতের এই দিনে,
কোনো মজা হবে না তো বন্ধু তোমায় বিনে।

Share.

মন্তব্য করুন